Saturday, July 27, 2024
Home দেশ আসছে ঘূর্ণি ঝড় " রিমেল " বিদ্ধস্ত হতে পারে দক্ষিণ বঙ্গ!

আসছে ঘূর্ণি ঝড় ” রিমেল ” বিদ্ধস্ত হতে পারে দক্ষিণ বঙ্গ!

আসছে রিমেল, রবিবার দুপুর অবধি পাওয়া খবর অনুযায়ী বাংলাদেশের খেপুপাড়া থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে। সাগরদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়।রবিবার মধ্য রাতে ল্যান্ড ফল হবে বাংলাদেশের সুন্দরবন এবং পশ্চিমবঙ্গর সাগর দ্বীপ মধ্যবর্তী স্থানে।দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস।ল্যান্ডফলের সময় এর গতিবেগ থাকবে ১৩৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। এর প্রভাবে ঝড় বৃষ্টি হবে নদিয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বীরভূম জেলাতেও।আপাতত সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ এবং সরিয়ে নেয়া হয়েছে সমুদ্রের কাছে থাকা পর্যটকদের পাশাপাশি বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments