Sunday, February 1, 2026
Home দেশ ধ্যান মগ্ন মোদী, বিরোধীদের কটাক্ষকে পাত্তাই দিলেন না

ধ্যান মগ্ন মোদী, বিরোধীদের কটাক্ষকে পাত্তাই দিলেন না

দেশ জুড়ে লোকসভা ভোটের প্রচার থামতেই কন্যাকুমারীতে ধ্যানে বসলেন মোদী। বিবেকানন্দ রক নামে খ্যাত এই স্থানে ধ্যানে বসেছিলেন স্বামী বিবেকানন্দ।প্রায় ৪৫ ঘণ্টা সেই ঐতিহাসিক স্থানেই ধ্যান করছেন মোদি। এই জায়গাকে বিশ্ব চেনে ধ্যান মণ্ডপম নামে। বৃহস্পতিবার তিরুঅনন্তপুরমের ভগবতী আম্মান মন্দিরে পুজো সেরে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী।তার এই ধ্যান কে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা। ধ্যান মগ্ন মোদীর ছবিকেও পাবলিসিটি স্ট্যান্ট বলে সমালোচনা করছেন অনেকেই।এসবকে একদমই পাত্তা দিচ্ছেন না মোদী।বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ তিনি ধ্যান শুরু করেছেন। আগামী ৪৫ ঘণ্টা তিনি ওই ধ্যান মণ্ডপমেই থাকবেন। এই ৪৫ ঘণ্টা শুধু তরল খাবার খাবেন প্রধানমন্ত্রী। পালন করবেন মৌন ব্রত।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments