বিবেকানন্দ রকে ধ্যান মগ্ন ছিলেন মোদী প্রায় ৪৫ ঘণ্টা পর ধ্যানভঙ্গ হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ দুপুরে যখন শেষ দফার ভোট চলছে দেশ জুড়ে তখন তাঁর ধ্যানভঙ্গ হয়। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে তাঁকে বেরিয়ে আসতে দেখা গেল কড়া নিরাপত্তাবেষ্টনীতে। প্রকাশ্যে এসেছে সেই ভিডিয়ো। ৩০ মে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী। টানা ৪৫ ঘণ্টা ধ্যান করেন প্রধানমন্ত্রী।খান ফল এবং ডাবের জল আজ ১ জুন শনিবার সপ্তম দফার ভোট শেষের কয়েক ঘণ্টা আগে তিনি ধ্যানকক্ষ থেকে বের হন।তাকে বেশ শান্ত এবং আত্মবিশ্বাসী দেখাচ্ছে।