রবিবার বিকেলে মোদির শপথে বসবে চাঁদের হাট। নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধান।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের পুষ্পকমল দাহাল, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ যুগনাথকে ফোনে আমন্ত্রণ জানান মোদি ।রবিবার সন্ধে সোয়া সাতটা থেক শুরু। তৃণমূল এই অনুষ্ঠানে অংশ নেবেনা বলে জানা যাচ্ছে।হাই প্রোফাইল অতিথিদের জন্য হাই অ্যালার্ট জারি হয়েছে গোটা দিল্লিতে। হোটেলগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। হোটেল থেকে রাষ্ট্রপতি ভবনে যাওয়ার জন্য বিশেষ নিরাপত্তা রয়েছে।