Sunday, September 8, 2024
Home দেশ জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক

জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক

জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি, চলমান সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টা সহ একাধিক নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের মিটিং করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।এই মিটিং এ প্রধানমন্ত্রী উপত্যকায় শান্তি পুনরুদ্ধারের জন্য দেশের সন্ত্রাস দমন ক্ষমতার সম্পূর্ণ স্পেকট্রাম মোতায়েন করার জন্য  গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে।প্রসঙ্গত উল্লেখ্য গত কয়েকদিনে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জেলায় জঙ্গিদের তল্লাশিতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। গত চার দিনে রিয়াসসি, কাঠুয়া এবং ডোডা জেলার চারটি স্থানে হামলা চালিয়েছে জঙ্গিরা। আহত এবং নিহত হয়েছেন একাধিক তীর্থ যাত্রী এবং নিরাপত্তা রক্ষী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কড়া ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments