প্রতিদিনের মতো আজও ইকো পার্কে মর্নিং ওয়াক থেকে বেরোতেই দিলীপ ঘোষকে ঘিরে ধরে মিডিয়ার ক্যামেরা তবে আজ দিলীপ ঘোষ ছিলেন অন্য মেজাজে।দিলীপ বলে দিয়েছেন, “সংবাদমাধ্যমকে আমি আর কিছু বলব না। যা বলার জনতাকে বলব।বিজেপির অন্দরে জল্পনা দলের রাজ্য সভাপতি পদে প্রত্যাবর্তন হতে পারে দিলীপের। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এতদিন বকলমে বঙ্গ বিজেপিকে পরিচালনা করছিলেন।তবে লোকসভা ভোটে ভরা ডুবির পর মনে করা হচ্ছে আবার দিলীপেই আস্থা রাখবে দল।কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার আগে যেভাবে সুকান্ত দিলীপের আশীর্বাদ নিতে গিয়েছিলেন, সেটাও বেশ তাৎপর্যপূর্ণ। এরই মধ্যে দিলীপের মুখে কুলুপ আঁটা জল্পনা আরও বাড়াচ্ছে।