শুক্রবার দুপুরে আগুন আচমকা আগুন লাগে কসবার অ্যাক্রোপলিস মলে।পরে দমকলের দীর্ঘ প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনার তদন্তে নেমেছে দমকল এবং পুলিশ বিভাগ।বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত শপিং মলের সমস্ত সিসিটিভি ফুটেজ চেয়েছে দমকল কর্তৃপক্ষ।দমকল দফতরের ডিজি জানিয়েছেন আপাতত বন্ধ অ্যাক্রোপলিস মল। সেখানে শুক্রবারই ফরেন্সিক টিম পৌঁছয় এবং প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে তাদের রিপোর্ট পাওয়া যাবে। শপিং মল কর্তৃপক্ষের তরফে ফায়ার অডিটের পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে। রিপোর্ট এলে আগুন রাখার আসল কারন জানা যাবে।