প্রায় সাত লাখের বেশি ভোটে অভিষেক ব্যানার্জীর কাছে হেরেছেন অভিজিৎ দাস এবার দলেও কোন ঠাসা তিনি।মঙ্গলবারই অভিজিৎ দাসকে বরখাস্তের নোটিস দিল বিজেপি। ওই চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, অভিজিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। পার্টি অফিসে অশান্তি। ভোট পরবর্তী হিংসার শিকার বিজেপি কর্মীদের বৈঠকে যেতে না দেওয়া। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভে ইন্ধন এইরকম সব গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।সাত দিনের মধ্যে শো কসের জবাব তলব করা হয়েছে। অভিজিৎ এর পাল্টা দাবী দল ভোট পরবর্তী হিংসায় তার এবং তার সমর্থকদের পাশে দাঁড়ায় নি।