দীর্ঘ তাপ প্রবাহ এবং অস্বস্তিকর গ্রীষ্মের পর অবশেষে বৃহস্পতিবার কলকাতায় বৃষ্টিপাত হয়েছে হালকা। এছাড়াও ভিজেছে দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। অসহ্য গরমের থেকে ক্ষণিক মুক্তি মিলেছে । ভারী বৃষ্টি না হলেও অল্পেই খুশি সাধারণ মানুষ।তবে যেহেতু মৌসুমী বায়ু দক্ষিণ বঙ্গে প্রবেশ করেছে এই বৃষ্টিকে প্রাক বর্ষার বৃষ্টিরও বলা যায়। ঘন মেঘে ঢেকেছে আকাশ সঙ্গে কোথাও কোথাও ঝোড়ো হাওয়া।উত্তরবঙ্গে সময়ের আগে প্রবেশ করেছে বর্ষা। কিন্তু, তারপর খুব একটা নড়ন চড়ন হয়নি মৌসুমী অক্ষরেখার। তার উপর গত চার থেকে পাঁচ দিন ধরে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছিল। তাই এই বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে সাধারণ মানুষের জীবনেভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে সপ্তাহান্তে বদলাতে পারে আবহাওয়া। রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।