বেশ কিছুদিন ধরে বুকের ব্যথায় ভুগছেন আসারাম বাপু। জেল হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসাও হয় এর মধ্যে বৃহস্পতিবার হটাৎ গুরুতর অসুস্থ্য হন তিনি এবং তড়িঘড়ি তাকে আই সি ইউ তে নিয়ে যাওয়া হয়। আপাতত সেখানেই আছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৩ সালে যোধপুরের আশ্রমে ১৬ বছরের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল আসারামের বিরুদ্ধে। এর পর ২০১৩ সালের আগস্ট মাসে ইন্দোর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় ২০১৮ সালে যোধপুরের একটি আদালত ধর্মগুরুকে দোষী সাব্যস্ত করে। তার পর থেকে যোধপুরেই জেলবন্দি রয়েছেন আশারাম। এই মামলায় আমৃত্যু কারাবাসের সাজা দেওয়া হয় স্বঘোষিত এই ধর্মগুরুকে।এক সময় প্রধানমন্ত্রী থেকে একাধিক বড়ো রাজনৈতিক ব্যক্তিত্ত্বরা ছিলেন আসারামের ভক্ত। সব সময় ভিড় লেগে থাকতো তার আশ্রমে। আজও দেশ জুড়ে চড়িয়ে আছে তার অসংখ্য অনুরাগী।