লোকসভা ভোটের প্রচারে বিরোধীদের বিরুদ্ধে দুর্নীতিকেই প্রধান অস্ত্র করেছিল বিজেপি। একাধিক নেতা মন্ত্রী গ্রেপার হন। এদিকে ভোট মিটতে না মিটতে বিজেপির সরকারই নেট নিট সংক্রান্ত দুর্নীতির দায়ে বেশ বেকায়দায়।নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আগেই ১৩ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এর পর ঝাড়খণ্ড থেকে এই কাণ্ডের আরেক সন্দেহভাজন মূলচক্রী সিকন্দর যাদবেন্দ্র-সহ পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।এদিকে শনিবার গ্রেটার নয়ডায় নিমকা গ্রাম থেকে রবি অত্রিকে গ্রেপ্তার করেছে উত্তরপ্রদেশ টাস্ক ফোর্স। এই রবিকে নিট দুর্নীতির মূল পান্ডা মনে করা হচ্ছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বিজেপি এবং আরএসএসের মধ্যমেধার অযোগ্য লোকেদের বসানোর ফলেই শিক্ষা ব্যবস্থায় ‘জরুরি অবস্থা’ তৈরি হয়েছে।