খরগ পুরে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে চলল পরপর পাঁচ রাউন্ড গুলি। গুলিবিদ্ধ এক তৃণমূল কর্মী তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।এই পার্টি অফিসটি জয়হিন্দ নগরে রয়েছে। ঘটনা স্থলে পৌছায় পুলিশ শুরু হয় তদন্ত।গুলিকাণ্ডের নেপথ্যে উঠে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের তথ্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই কার্যালয়ের দায়িত্বে থাকা তৃণমূল নেতা সঞ্জয়ের উপরই হামলার ছক কষা হয়েছিল। কিন্তু ঘটনাচক্রে গুলিবিদ্ধ হন বি সন্তোষ নামে আরেক তৃণমূল কর্মী।