বারাকপুর, মধ্যমগ্রাম-সহ উত্তর ২৪ পরগনার সর্বত্র বিরিয়ানি ব্যবসায়ী ডি বাপি পরিচিত নাম। এবার ডি বাপির কর্ণধার পেলেন খুনের হুমকি।ফোনে তাকে হুমকি দেয়া হচ্ছে ২০ লাখ টাকা না দিলে তার উপর হবে হামলা। আতঙ্কিত অনির্বান বাবু পুলিশের দ্বারস্থ হয়েছেন। শুরু হয়েছে তদন্ত।