কলকাতা সহ শহরের একাধিক ফুটপাত কার্যত হকার দের দখলে। তৈরী হচ্ছে বেআইনি নির্মাণ। পথ চলতে সমস্যায় পড়ছেন মানুষ। এনিয়ে কদিন ধরে পুলিশ প্রশাসন আইনি ব্যাবস্থা নিচ্ছে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।বৃহস্পতিবার ফের একবার এ নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠক থেকেই হকারদের জন্য বিকল্প ভাবনার কথা জানান মুখ্যমন্ত্রী। মমতার নির্দেশ ফুটপাথের একদিকে হকার বসতে পারে। কোন দিকে বা কোথায় হকার বসবে, তা সার্ভে করে ঠিক করে নিতে হবে। এই জন্য একটা কমিটিও গড়ে দিয়েছেন। যেখানে রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, অতীন ঘোষ এবং মলয় মজুমদার আগামী ১৫ দিনের মধ্যে সার্ভে করতে হবে।
পাশাপাশি আগামী দিনের পরিকল্পনা হিসেবে জানা যায় এক-একজন হকারকে একটাই ডালা দেওয়া হবে। স্টলের পাশে গোডাউন করা যাবেনা । বহিরাগতদের জায়গা দেওয়া হবে না। হকারদের নামে রেজিস্ট্রেশন হয়েছে। হকারদের পরিচয়পত্র তৈরি করতে হবে।
এই ব্যবস্থায় উপকৃত হবে সাধারণ পথচারী এবং হকার দের ও স্বার্থ রক্ষা হবে বলে মনে হচ্ছে