স্পেস শিপ থেকে সুনিতা উইলিয়ামস এর পৃথিবীতে ফেরা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে নাসা থেকে শুরু করে গোটা বিশ্ববাসি। দুবার তারিখ ফাইনাল হওয়ার পরেও মহাকাশ থেকে নির্ধারিত সময়ে পৃথিবীতে ফিরতে পারলেন না সুনীতা উইলিয়াম এবং তাঁর সহযাত্রী বুচ উইলমোর। যান্ত্রিক ত্রুটির কারণে আপাতত স্টারলাইনারেই রয়েছেন তাঁরা। কবে ফিরবেন তা নিয়ে নাসার তরফেও কিছু জানানো যায়নি।আটদিনের মিশনে মহাকাশে গিয়ে আটকে গিয়েছেন সুনীতা উইলিয়ামসরা। সহযাত্রী ব্যারি বুচ উইলমোরের সঙ্গে আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে গিয়েছেন সুনীতা। প্রথমে ১৪ জুন ফেরার কথা থাকলেও পরে তা ২৬ জুন করা হয়। কিন্তু মহাকাশযানে যান্ত্রিক ত্রুটির কারণে ফেরার বিষয়টি পিচিয়ে গিয়েছে।