রাজ্য পাল সিভি আনন্দ বোস সবসময় বিতর্কের কেন্দ্রে। এবার দিল্লী গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন বোস। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথেও সাক্ষাৎ হয় তার।শুধু সাক্ষাৎ নয় রাজ্যপালের অভিযোগ, রাজ্যের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে। এ নিয়ে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বোস বলেছেন, ‘সব সীমা লঙ্ঘন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উপ নির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে জট এখনো কাটেনি।