গতকাল হাথরাস জেলার সিকানদ্রারাও থানার অন্তর্গত ফুলরাই গ্রামে ভোলেবাবা সৎসঙ্গের এক অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে।একাধিক মহিলা ও শিশু আহত হয়েছেন। ১৫ জন মহিলা ও শিশুকে ইটাহ মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। অনেকের অবস্থা গুরুতর। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা।যোগী রাজ্যে এই মর্মান্তিক ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। দ্রুত ঘটনাস্থলে যান উচ্চপদস্ত অফিসার রা। জানা যায় ভোলেবাবা সৎসঙ্গের এক অনুষ্ঠান চলাকালীন ধাক্কা ধাক্কি এবং হুড়োহুড়িতে পড়ে গিয়ে পদপিষ্ট হয়ে এই ঘটনা ঘটে।