ইংল্যান্ড এর প্রধানমন্ত্রী পদ হারাতে চলেছেন ঋষি সুনক কারন ভোটে ভরাডুবি হয়েছে তার দলের। হারের দায় মাথায় নিয়ে রাজার কাছে গিয়ে পদত্যাগ করছেন ঋষি সুনক। নিজের দলের আপত্তি উড়িয়ে সময়ের আগে নির্বাচন ঘোষণা করে জিততে চেয়েছিলেন। মোদি ঘনিষ্ঠ নেতা হিসাবে বিশ্ব রাজনীতিতে পরিচিত সুনাকের আত্মবিশ্বাসী ভাষণ ছিলো “প্রধানমন্ত্রী হিসাবে যা কাজ করেছি ব্রিটেনের মানুষ সেই দেখেই ভোট দেবেন।” কিন্তু তা হয়নি বিরাট ব্যাবধানে আবার ক্ষমতায় ফিরছে লেবার পার্টি।পরবর্তী প্রধানমন্ত্রী হতে পারেন লেবার পার্টির নেতা কিয়ের স্টার্মার।