দুবছর পেরিয়ে গিয়েছে। এখনও থামেনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। হামলা পালটা হামলা, মৃত্যুমিছিল সব কিছুই অব্যাহত। এই আবহেই সোমবার মস্কোতে পা রেখেছেন মোদি। বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা । পুতিনের সাথে সাক্ষাৎ হয় মোদী।রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হয়েছে মোদিকে। তাঁকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে পুতিনকে মোদী বলেন “ভারত রাষ্ট্রসংঘের সনদকে সম্মান করে। পারস্পরিক ঐক্য এবং সার্বভৌমত্বকে সম্মান করায় বিশ্বাস রাখি আমরা। সেই ভাবনা থেকেই আমি মনে করি, যুদ্ধ কোনও সমস্যার সমাধান হতে পারে না। রণক্ষেত্রে কখনও এর সমাধানসূত্র পাওয়া যাবে না। বৈঠক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই শান্তির পথ খুঁজে বের করা সম্ভব।”
রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সন্মাম পেলেন নরেন্দ্র মোদী
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on