বিগত লোক সভা নির্বাচনের পর আবার গেরুয়া ঝড় অব্যাহত বঙ্গে।রাজ্যে চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কার্যত ধরাশায়ী বিজেপি। চারটি আসনেই জয়ী হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল।বাগদা থেকে জিতে সর্ব কনিষ্ঠ বিধায়ক হিসেবে বিধানসভায় যাচ্ছেন মতুয়া বাড়ির মেয়ে মধুপর্ণা।বিরাট ব্যাবধানে জিতেছেন সুপ্তি পান্ডে।জিতেছেন বাকি দুটি কেন্দ্রে তৃণমূল প্রার্থী।শনিবার মুম্বই থেকে ফিরে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা ব্যানার্জী।সাংবাদিকদের তিনি বলেন অল ইন্ডিয়ার ট্রেন্ডও বিজেপির বিরুদ্ধে’ তিনি আরো একুশের নির্বাচনে বিজেপি যে তিনটি আসনে জয়ী হয়েছিল সেগুলিতেও মানুষ আমাদের জয়ী করেছে। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয় মা-মাটি-মানুষের। অপপ্রচার এবং কুৎসার জবাব দিয়েছেন মানুষ।