সোমবার থেকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরেই উত্তাল বাংলাদেশ।বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বাতিল করার দাবিতে আন্দোলন তুঙ্গে। দাবি আদায়ের লক্ষ্যে পথে নেমেছে সে দেশের পড়ুয়ারা। অন্যদিকে তাদের বিরোধিতা করছে ছাত্রলীগ মঙ্গলবারও ঢাকাসহ বিভিন্ন এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রামসহ সব জায়গাতেই পথে নেমেছেন পড়ুয়ারা । কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মতই এই আন্দোলনে সামিল হয়েছে স্কুলের পড়ুয়ারাও।কোটা বিরোধী আন্দোলনকারী পড়ুয়া এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। বাধ্য হয়ে পুলিশ কে লাঠি চালাতে হয় তাতে দেশ জুড়ে নিন্দের ঝড় বইতে শুরু করেছে।
সরকারি চাকরিতে কোটা সিস্টেম নিয়ে আন্দোলন বাংলা দেশে
RELATED ARTICLES
Recent Comments
Hello world!
on