এবার অনিদ্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিলেন আলু ব্যবসায়ীরা। রবিবার, ২১ জুলাই থেকে যা শুরু হচ্ছে বলে ঘোষণা করেছে তাঁদের সংগঠন। ফলে আগামী সপ্তাহে ফের আলুর দাম চড়তে পারে বলে মনে করা হচ্ছে।দীর্ঘদিন ধরেই বাংলা থেকে ভিন রাজ্যে সরবরাহ হয় আলু। সম্প্রতি আলুর দাম বেড়ে যাওয়ায় কড়া সিদ্ধান্ত নয় নবান্ন যার ফলে এখন থেকে ভিন রাজ্যে আলু পরিবহণের উপর নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার।এই সিদ্ধান্তে খতি হতে পারে আলু ব্যবসায়ীদের তাই এই সরকারি সিদ্ধান্তর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্মঘট ডাকছেন তারা।