এই মুহূর্তে বিক্ষোভের আগুনে জ্বলছে প্রতিবেশী দেশ বাংলাদেশ। তার মাঝেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিলো ঐতিহাসিক রায়।সরকারি চাকরিতে মেধার ভিত্তিতেই নিয়োগ করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছিলেন বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। ক্রমশঃ তা চড়িয়ে পড়ে গোটা দেশে। এবার সুপ্রিম রায় ছাত্র ছাত্রীদের সেই দাবীকেই মান্যতা দিলো।বাংলাদেশের সর্বোচ্চ আদালত সরকারি চাকরিতে ৯৩শতাংশ মেধাভিত্তিক পদ্ধতিতে বরাদ্দের নির্দেশ দিয়েছে।সিভিল সার্ভিসের চাকরির পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য এবং দুই শতাংশ অন্যান্য বিভাগের জন্য সংরক্ষিত থাকবে ।নির্দেশ নিয়ে কোনও মন্তব্য করেননি আন্দোলনকারীরা।সরকারি পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।