বাজেটে বিভিন্ন রাজ্য কে বন্যা নিয়ে বিশেষ আর্থিক প্যাকেজ দেয়া হলেও বাংলা কার্যত বঞ্চিত থেকে গেলো। এনিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ ভোটের জন্য বাংলার দরজায় কড়া নাড়লেও পরে বাংলার কথা ভুলে যায় কেন্দ্র সরকার’।বন্যা নিয়ন্ত্রণে সিকিম, অসম, হিমাচল এবং উত্তরাখণ্ডের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। কিন্তু, দার্জিলিঙের জন্য কোনও ঘোষণা আলাদা করে ছিল না কেন্দ্রীয় বাজেটে।