মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার নিয়ে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়ে তোলার আওয়াজ উঠেছে লোকসভায়।বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এই দাবী করেছেন পাশাপাশি মুর্শিদাবাদ সহ আরও পাঁচটি জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুললেন বিজেপি বিধায়ক গৌরী শঙ্কর ঘোষ। এই দাবীর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল এবং সিপিএম তাদের দাবী এটা বঙ্গ ভঙ্গর চক্রান্ত।মুলত বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি তুলে ধরে এই দাবী করা হয়েছে।রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হেকিম বলেন, ‘একটা সময় বিজেপির লোকজন ভারতকে ভাগ করেছিল। আজকে আবার যখন পায়ের তলায় মাটি নেই, যখন মুখ থুবড়ে পড়েছে, তখন আবার ভাগাভাগির দাবি তুলছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও এই দাবীর তীব্র বিরোধিতা করেছেন এবং যেকোনো মূল্যে বঙ্গ ভঙ্গ রোধ করবেন বলে জানিয়েছেন।