অলিম্পিকে দেশের জন্য ব্রোঞ্জ জিতলেন শুটার মানু ভাকের, প্যারিসে অনুষ্ঠিত এবারের অলিম্পিকে পদক জিতে মানু ভাকের বলছেন, ‘কর্মের প্রতি ভরসা ছিল। সবকিছু ভুলে লাগাতার প্রশিক্ষণের ফলে আজ ব্রোঞ্জ এসে পৌঁছেছে ভারতের ঘরে। তার এই জয় এই অলিম্পিকে ভারতের প্রথম পদক জয়। গর্বিত এবং আনন্দিত গোটা দেশ।