আজও স্তব্ধ টলিপাড়া, বন্ধ সব শুটিং!কবে জট খুলবে এবং নতুন করে কাজ শুরু হবে তাও স্পষ্ট নয়।সোমবার দফায় দফায় বৈঠকের পরেও মেলেনি কোনও সমাধান সূত্র। একদিকে যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একজোট হয়েছিলেন সমস্ত পরিচালকেরা এবং ডিরেক্টরস গিল্ডের সদস্যরা তেমনই আবার ফেডারেশনের ডাকে স্বরূপ বিশ্বাসের নেতৃত্বে টেকনিসিয়ান ষ্টুডিওতে উপস্থিত হন কলাকুশলী থেকে টেকনিশিয়ানরা।কিন্তু মেলেনি সমাধানের পথ। দুপক্ষই নিজের নিজের দাবিতে অনড়। ডিরেক্টর দের দাবী রাহুল মুখার্জিকে ডিরেক্ট করার অনুমতি দিতে হবে। অন্যদিকে টেকনিসিয়ানদের দাবী রাহুল মুখার্জি ডিরেক্ট করলে তারা কাজ করবেন না। আজ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন পরিচালক গৌতম ঘোষ, দেব এবং প্রসেনজিৎ। তবে এখনো সমস্যা মেটেনি।