ঘাটাল লোকসভা কেন্দ্রে বিজেপির পরাজিত প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এর করা মামলায় আজ নজীর বিহীন রায় দিলো কলকাতা হাইকোর্ট।শুক্রবার এই মামলাটি ওঠে বিচারপতি বিভাস পট্টনায়েকের বেঞ্চে। তিনি এই মামলায় সমস্ত পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন। লোকসভা কেন্দ্রের সমস্ত ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ডিভিআর, ইভিএম, ব্যালট, অফিস নোট, নির্বাচনী কাগজপত্র সংরক্ষণ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। সিসিটিভি ফুটেজের ফরেন্সিক পরীক্ষা নিয়ে আলোচনা হতে চলেছে আগামী শুনানিতে।