Monday, December 8, 2025
Home দেশ নতুন সংসদ ভবন জল মগ্ন? ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ!

নতুন সংসদ ভবন জল মগ্ন? ভিডিও পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ!

এই মুহূর্তে প্রবল বৃষ্টিতে ভাসছে দেশ। ব্যাতিক্রম নয় দিল্লি। ভরা বর্ষায় জল ঢুকে বেহাল দশা ফুটে উঠেছে প্রায় ১০০০ কোটির নতুন সংসদ  ভবনে। প্রথমে ছাদ চুঁইয়ে পড়ে জল পড়ার খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায়। এবার দেখা গেল দিল্লিতে বৃষ্টির প্রকোপ বাড়তে সংসদ ভবনের মেঝেতে গোড়ালি ভেজা জল। মাত্র এক বছর আগে তৈরী সংসদ ভবনের রাজ্য সভায় হু হু করে ঢুকছে জল।সেই জলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুরনো সংসদ ভবন ফেরানোর দাবি তুলেছেন রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগল পরে গেছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি রোজনামচা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments