দীর্ঘ দিন অসুস্থ থাকার পর নিজের পাম এভিনিউ এর ফ্ল্যাটে শেষ নিঃস্বাস ত্যাগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধুদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আশি বছর। খবর পেয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই শেষশ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। আগামিকাল, শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষযাত্রা। তার ইচ্ছে অনুসারে চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে মরদেহ দান করা হবে।আজ দুপুর থেকে পিস ওয়ার্ল্ডে রাখা থাকবে বুদ্ধবাবুর মরদেহ। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তার সতীর্থ থেকে শুরু করে সব দলের নেতৃবৃন্দ।