সুনিতা উইলিয়ামদের পৃথিবীতে ফেরা নিয়ে বুধবার কার্যত অশনি সংকেত দিল নাসা। গত ৬ জুন মাসে ১০ দিনের মিশনে বোয়িং স্টারলাইনারে চেপে ‘আন্তর্জাতিক স্পেস স্টেশন’ পৌঁছন সুনীতা এবং বুচ।নির্ধারিত সময়ে তাদের ঘরে ফেরা আটকে যায় কারন সিস্টেমে সমস্যা দেখা দেয় ফলে সুনীতাদের ফেরা অনিশ্চিত হয়ে পরে।বুধবার নাসা জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকা সুনীতা এবং বুচকে স্পেসএক্সের ক্রু ড্রাগনে ফেরানো হতে পারে।সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারির আগে ফেরা হবে না সুনীতা, বুচের।তবে নাসার তরফে এটুকু আশ্বাস দেওয়া হয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের সব মহাকাশচারীই নিরাপদে রয়েছেন। পর্যাপ্ত খাবার এবং অন্যান্য সামগ্রীও মজুত রয়েছে তাঁদের জন্য।
আরো আট মাস মহাকাশে থাকতে হবে সুনিতা উইলিয়ামদের
RELATED ARTICLES