Wednesday, September 11, 2024
Home বাংলা আর জি কর এর ডাক্তারের হত্যাকাণ্ডের প্রতিবাদে চিকিৎসক দের কর্মবিরতি, কঠিনতম শাস্তির...

আর জি কর এর ডাক্তারের হত্যাকাণ্ডের প্রতিবাদে চিকিৎসক দের কর্মবিরতি, কঠিনতম শাস্তির দাবী তুললেন মুখ্যমন্ত্রী

আর জি করে ডাক্তারি পড়ুয়ার নির্মম খুনের প্রতিবাদে শনিবার সকাল থেকেই কর্মবিরতি চালাচ্ছেন হাসপাতালের পিজিটি চিকিৎসকরা। আর জি করের পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে ন্যাশনাল মেডিক্যাল কলেজ, সাগর দত্ত মেডিক্যাল কলেজ, এনআরএস, এসএসকেএম থেকে শুরু করে বিভিন্ন জেলায় কর্মবিরতির পথে হাঁটছেন জুনিয়র চিকিৎসকরা। ধরা পড়েছে মূল অভিযুক্ত। তিনি পেশায় একজন সিভিক পুলিশ।নগরপাল জানিয়েছেন বলেন, ‘ধৃত আমাদের কাছে একজন বড় মাপের অপরাধী৷ যে এমন ঘৃন্য অপরাধ করে, তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য৷ আমরা সেটা দেখব৷’ পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত কি না তাও পুলিশ খতিয়ে দেখছে।এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী দোষীর কঠিনতম শাস্তির পক্ষে এমনকি সিবিআই তদন্তেও তার আপত্তি নেই বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments