আর জি করে হামলার বিরুদ্ধে শুক্রবার অনশন প্রতিবাদে বসতে চলেছেন চিকিৎসকরা। সেই অনশন অনির্দিষ্ট কালের জন্য বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। অন্য দিকে আর জি করে ঘটে চলা একের পর এক অবাঞ্চিত ঘটনায় বিরক্ত মুখ্যমন্ত্রী আজ বলেন, “প্রতিদিন বিভিন্ন জেলা থেকে মানুষ চিকিৎসার জন্য কলকাতায় আসেন। পরিষেবা দিতে না পারাটা কাম্য নয়।” এর পরই তিনি বলেন, জেলা হাসপাতালগুলোকে আপাতত রোগী রেফার না করার পরামর্শ দেবেন তিনি। এদিকে গত রাতে দুষ্কৃতীরা আর জি করে ঢুকে হামলা চালায়।ভেঙে দেওয়া হয়েছে অস্থায়ী মঞ্চ। আছড়ে ভাঙে চেয়ার,টেবিল, পাখা। হাসপাতালের জরুরী বিভাগের একাধিক ঘর ভাঙচুর করা হয়। অবস্থা যা দাঁড়ায় তাতে জরুরী পরিষেবা দেওয়ার মতো অবস্থা ছিল না। তাই আপাতত ট্রমা কেয়ারে ইমারজেন্সি চলবে বলে জানিয়েছেন হাসপাতাল কতৃপক্ষ।