আচমকা অসুস্থ অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়। বর্ষিয়ান এই অভিনেতার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। মেডিকেল টেস্টে ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। ফলে আরও কিছুদিন হয়তো তাঁকে হাসপাতালেই ভর্তি থাকতে হতে পারে। তিনি আইসিইউতে ভর্তি হয়েছিলেন। যদিও প্রাথমিক চিকিৎসার পর এখন অবস্থা একটু স্থিতিশীল হওয়ায় তাঁকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। একইসঙ্গে অভিনেতার খাওয়া দাওয়া স্বাভাবিক রয়েছে এবং তাঁর শারীরিক অবস্থাও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।