আগামী কাল ১৮ অগস্ট, অর্থাৎ রবিবার ডুরান্ড কাপে কলকাতায় মুখো মুখী হওয়ার কথা ছিলো মোহন বাগান এবং ইস্ট বেঙ্গল এর তবে আপাতত হচ্ছে না কলকাতা ডার্বি। আর জি কর হাসপাতালে খুনের ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে রাজ্যে মিছিল চলছে। এই পরিস্থিতিতে ডার্বিতে নিরপত্তা দেওয়া একটা চ্যালেঞ্জের। তাই নিরাপত্তা জনিত কারণে বাতিল হলো ডার্বি ম্যাচ।দুই দলের সমর্থকরা তৈরি ছিলেন প্রতিবাদ করতে। অনেক সমর্থক আবার কালো পোশাক পরে গ্যালারিতে যাওয়ার বার্তা দিয়েছেন। ডার্বি বাতিল হওয়ায় সেসব হচ্ছে না।ডার্বি বাতিলের পাশাপাশি কলকাতা ডুরান্ড কাপের বাকি ম্য়াচগুলো জামশেদপুরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।