এবার আরজি কর কাণ্ডে ঐতিহাসিক পদক্ষেপ সুপ্রিম কোর্টের। তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করল দেশের শীর্ষ আদালত। রবিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনার মামলার শুনানি হবে আগানী মঙ্গলবার অর্থাৎ ২০ অগস্ট। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হবে আরজি কর মামলার।সর্বোচ্চ আদালত কি সিদ্ধান্ত নেয় তা দেখার জন্য উদগ্রীব গোটা দেশ।