মেষ রাশি
বন্ধুদের দ্বারা উপকারের আশা কম। সন্তানদের শরীর ভাল থাকবে।স্ত্রীর সাথে সামান্য অশান্তি হতে পারে|পাওয়া টাকা আদায় হবে|
বৃষ রাশি
ব্যবসা ভালো চলবে|অসৎ বন্ধুর সান্নিধ্য ত্যাগ না করলে ক্ষতি হবে। সন্তানদের স্বাস্থ্যের অবস্থা মন্দ নয়।
মিথুন রাশি
ব্যবসায় চিন্তার কারণ দেখা দিতে পারে। বন্ধুদের সঙ্গে সদ্ভাব নষ্ট হবে না। ভ্রমণ হতে পারে|পারিবারিক কলহ হতে পারে|
কর্কট রাশি
সন্তানের বিয়ের ব্যাপারে উদ্বেগ বাড়বে। সন্তানের আচরণ ভাল থাকবে।শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে|
আরো পড়ুন
সিংহ রাশি
মানসিক অবসাদ ও দুশ্চিন্তা থাকবে|পিতা-মাতার সঙ্গে মতবিরোধ ঘটতে পারে। অবিবাহিতের বিবাহ হওয়া সম্ভব।
কন্যা রাশি
পাওনা টাকা পেতে পারেন|বন্ধুরা শত্রুর মতো আচরণ করতে পারে। ওই শত্রুতার ফলে জাতক একাধিক বার বিব্রত হয়ে পড়তে পারেন।স্ত্রীর সাথে অশান্তি|
তুলা রাশি
পরীক্ষার ফল ভাল হবে। ভাই-বোনের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। বন্ধুরা বিশেষ উপকারে আসবে না।বন্ধুর দ্বারা উপকৃত হবেন|
বৃশ্চিক রাশি
লেখাপড়ায় গাফিলতি দেখা দিলেও পরীক্ষার ফল খারাপ হবে না। দু’একজন ছাড়া বাকি সব বন্ধুর সহযোগিতা পাবেন।দূরে যাত্রা হতে পারে|
ধনু রাশি
চাকরি ক্ষেত্রে শত্রুতা আসবে|পিতামাতার মধ্যে বিশেষত পিতার শারীরিক ক্লেশভোগ যোগ প্রবল। তাদের কাছ থেকে বেশি আনুকুল্য লাভের আশা কম।
মকর রাশি
সন্তানদের লেখাপড়ায় বিঘ্নের আশঙ্কা রয়েছে, তবে শেষরক্ষা হবে বলেই মনে হয়। সন্তানের বিবাহযোগ আছে।মানসিক চাঞ্চল্য থাকবে|
কুম্ভ রাশি
বন্ধুদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। তাঁদের কাছ থেকে কিছু উপকার পাওয়া যাবে।আর্থিক কিছু ক্ষতি হতে পারে|
মীন রাশি
শরীর নিয়ে চিন্তা থাকবে কোনও কাজে অপেক্ষাকৃত কম সংখ্যক বন্ধুর সহযোগিতা পাওয়া যাবে। মা-বাবার স্বাস্থ্য ভাল যাবে না।বিনিয়োগ করবেন না|