Tuesday, September 17, 2024
Home আন্তর্জাতিক হাতি হত্যার ঘটনায় কাঠ গড়ায় বন দপ্তর!

হাতি হত্যার ঘটনায় কাঠ গড়ায় বন দপ্তর!

ঝাড়গ্রামে নির্মম ভাবে গর্ভবতী হাতিহত্যার ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দক্ষিণবঙ্গে হাতি-মানুষের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সংঘর্ষ মোকাবিলায় বন দপ্তরের পদ্ধতিগত ভুল রয়েছে বলে জানিয়েছে ‘ফিয়াপো’ অর্থাৎ ‘ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যানিমেল প্রোটেকশন অর্গানাইজেশন’। যেভাবে ওই হাতিটিকে জ্বলন্ত বর্ষা ছুঁড়ে মারা হয় এবং দীর্ঘ সময় ধরে অত্যাচার হয়ার পর ও বন দপ্তর যথাযত পদক্ষেপ নেয় নি তাতে হাতি মৃত্যুর ঘটনায় বন দপ্তরের গাফিলতি আছে বলে বলে মনে করছে পশু প্রেমীদের এই সংগঠন এবং এই কথা উল্লেখ করে রাজ্য সরকার এবং বন দপ্তরের কাছে তদন্ত কমিটি গঠনের আর্জিও জানিয়েছে ‘ফিয়াপো’।অন্যদিকে হাতিমৃত্যুর ঘটনায় সোমবার অরণ্য ভবনে গিয়েছিলেন বাংলার জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত এবং কয়েক জন পশুপ্রেমী। তবে এ দিন অফিস বন্ধ থাকায় তাঁরা ডেপুটেশন জমা দিতে পারেননি বলে জানিয়েছেন। মঙ্গলবার তাঁরা ফের অরণ্য ভবনে আসবেন বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments