শিগ্রই দেশে ফিরতে চলেছে শিবাজীর বাঘ নখ এমন খবর শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে।চলতি মাসের শেষের দিকে লন্ডন সফরে যাবেন মহারাষ্ট্র সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার। এই সফরেই সেখানকার জাদুঘর কর্তৃপক্ষের সঙ্গে একটি মৌ চুক্তি করার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, চুক্তি হয়ে গেলে শিবাজির বাঘনখ ভারতের হাতে তুলে দেবে ব্রিটিশ সরকার। বর্তমানে লন্ডনের অ্যালবার্ট জাদুঘরে রয়েছে। শিবাজীর বাঘ নখ ভারতে ফিরলে তা হবে বিরাট কূটনৈতিক সাফল্য।