কদিন ধরে চলছে টানা বৃষ্টি।নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় এই টানা বৃষ্টিতে বিপর্যস্ত সুন্দরবনের উপকূল এলাকার জনজীবন। দুর্যোগ এড়াতে শনিবার সকাল থেকে নামখানা থানার পুলিশ মৎস্যজীবী ও উপকূলের বাসিন্দাদের সতর্ক করে মাইকে প্রচার করে।কোথাও কোথাও লাগাতার বৃষ্টিতে নরম হয়ে যাওয়া মাটির বাঁধে ধস নামতে শুরু করেছে। শনিবার থেকে উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো বাতাসে সমুদ্র ও নদী উত্তাল হয়ে উঠেছে। পাশাপাশি জলস্তর বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ।যার ফলে উপকূলে থাকা মানুষদের বহু ক্ষয় ক্ষতি হয়েছে।মৌসুনি দ্বীপের সল্টঘেরি এবং বাঘডাঙার কাছে বিস্তীর্ণ বঙ্গোপসাগর এবং চিনাই নদীর মাটির বাঁধের অবস্থাও খারাপ।পাশাপাশি গোসাবার কুমিরমারি, ছোটমোল্লাখালি, সাতজেলিয়া, রাঙাবেলিয়ায় বাঁধের অবস্থাও খুব খারাপ।মৎস জীবি দের ট্রলার ফেরানোর নির্দেশ দেয়া হয়েছে।