আজ কলকাতা হাই কোর্টে চিফ সেক্রেটারির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো।নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্যদের জামিনের শুনানিতে ফের হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্যে মুখ্য সচিবের ভূমিকা। কেন এতদিনেও অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে মুখ্যসচিব অনুমতি দেননি আজ সেই প্রশ্ন তুলল হাইকোর্ট।আদালত প্রশ্ন করছে রাজ্য সরকার যদি ধৃত আধিকারিকদের বিরুদ্ধে চার্জ গঠনের অনুমতি না দেয় তাহলে ডিভিশন বেঞ্চ বা সিবিআই কী করতে পারে। এদিন এ দিন সিবিআইকে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।আগামী ১৯ সেপ্টেম্বর জামিন মামলার পরবর্তী পরবর্তী শুনানি রয়েছে।