আজ বিজেপির বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়।আসানসোল থেকে উত্তরবঙ্গে শিলিগুড়ি, হুগলি থেকে পূর্ব মেদিনীপুর একাধিক জেলায় খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। গ্রেপ্তার করা হয় একাধিক বিজেপি নেতা-কর্মীদের। কর কাণ্ডের বিচার চেয়ে এবং রাজ্যে নারী সুরক্ষার দাবিতে জেলায় জেলায় বিজেপির পক্ষ থেকে জেলাশাসকের দপ্তর ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছিল সোমবার। একাধিক জেলায় জেলাশাসকের দপ্তরের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। নিশীথ প্রামানিকে হেনস্থার অভিযোগ ওঠে।এ দিন দুপুর সাড়ে তিনটে নাগাদ সিউড়িতে জেলা শাসকের দপ্তরের সামনে উপস্থিত হন বিজেপির নেতা ও কর্মীরা।