আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী যে দ্রুত কঠোর ব্যবস্থা আনতে চলেছেন নারী সুরক্ষার জন্য। সেই প্রতিশ্রুতি মতো বিধানসভায় মঙ্গলবার পেশ হল ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন সংশোধনী বিল, ২০২৪)।এই বিলের বিরোধিতা করেনি কোনো দল। বিরোধী দল নেতা বিল কে দ্রুত আইন করতে পরামর্শ দিয়েছেন।বিল পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য চাইলে আইন আনতেই পারে। সংবিধান সেই অধিকার আমাদের দিয়েছে।’ নানা বিতর্কের পর শাসক ও বিরোধীদের সম্মতিতে এই বিল পাস হয় বিধানসভায়।এদিন মুখ্যমন্ত্রী আর জি কর কাণ্ডে নির্যাতিতা এবং মৃতার আত্মার প্রতি শোক জ্ঞাপন করেন এবং দেশের ধর্ষিতা নারী দের প্রতি সমবেদনা জানান।