আন্দোলনরত চিকিৎসকদের ‘কসাই’ বলে কটাক্ষ করেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলি মৈত্র।সেই নিয়ে শুরু হয় নিন্দার ঝড়। শুধু তাই নয় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট।খুব সম্ভবত বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের আদালতে মামলার শুনানি হতে পারে শুক্রবারমল।আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে গত রবিবার সোনারপুর মো়ড়ে ধর্নায় বসেছিলেন লাভলি সেখান থেকে তিনি বলেন “প্রান্তিক মানুষ কে চিকিৎসা পরিষেবা না দিয়ে দিন দিন চিকৎসক রা কসাইয়ে পরিণত হচ্ছেন।