সমাজের সব স্তরের মানুষ যখন আর জি কর কাণ্ডের বিচার চেয়ে পথে তখন পিছিয়ে নেই কুমোরটুলির মৃত শিল্পীরা। এবার আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের সুবিচার চেয়ে পথে নামছে শিল্পীরা।রবিবার কুমোরটুলিতে মিছিল করছেন মৃৎশিল্পীরা। স্লোগান তুলেছেন, ‘কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক।’বিচার চেয়ে রাস্তায় নেমেছেন সনাতন দিন্দার মতো একঝাঁক মৃৎশিল্পী। দূর্গাপুজোর ঠিক আগে এতো ব্যাস্ততার মাঝেও তারা ঘরের মেয়ের বিচার চেয়ে সরব হয়েছেন। তাদের বিশ্বাস মৃন্ময়ী মা অশুভ শক্তির উপর বিজয়ের প্রতীক তাদের হাতে গড়া মায়ের মূর্তি তখনই প্রাণ পাবে যখন রক্ত মাংসের তিলত্তমা বিচার পাবেন।