তাজমহল কি অতীতে ছিলো তেজোমহল এই নিয়ে বিতর্ক বহু পুরোনো তার মধ্যেই নতুন এক বিতর্ক সৃষ্টি হয়েছে শ্রী কৃষ্ণ জন্মভূমি ট্রাস্টের একটি বিতর্কিত দাবী নিয়ে। তারা হিন্দু মন্দির বলে দাবি করে আদালতের দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছেন এই নিয়ে শিগ্রই সোচ্চার হবে বলে মনে করা হচ্ছে। গত রবিবার শ্রীকৃষ্ণ জন্মভূমি মুক্তি ট্রাস্টের আধিকারিকরা আগ্রায় গিয়েছিলেন। সেই সময় সেখানকার হিন্দু সংগঠনগুলির সদস্যদের সঙ্গে একটি বৈঠক করেন।সেই বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয় যে খুব শিগ্রই আইনত ব্যবস্থা নেয়া হবে।দাবি, মোঘল আমলে দেশে সাড়ে চার লাখের বেশি মন্দির ভেঙে ফেলা হয়েছিল। সেগুলি আইনি পথে পুনরুদ্ধার করতে হবে।