পেড়িয়ে গেছে সুপ্রিম কোর্টের দেয়া ডেডলাইন। মুখ্যমন্ত্রীর অনুরোধ এবং পরামর্শ দুটোই কানে তোলেননি জুনিয়র ডাক্তাররা। তারা তাদের দাবিতে অনড়।স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার সকালে ডাক্তারদের তরফে মেল করা হয়েছিল মুখ্যমন্ত্রীকে। ৩০ জনের প্রতিনিধি নিয়ে বৈঠকে বসার জন্য আবেদন করা হয়েছিল। দুপুরে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ পাল্টা মেল করেন ডাক্তারদের। সেখানে আজ, সন্ধ্যা ছটায় ডাক্তারদের ১২-১৫ জনের প্রতিনিধি নিয়ে বৈঠকে বসার জন্য আবেদন করা হয়।এখনো মেলেনি রফাসূত্র তাদের দাবী তাঁদের অন্তত তিরিশ জন প্রতিনিধিকে আলোচনায় ডাকতে হবে। যে আলোচনা হবে সেটা লাইভ টেলিকাস্ট করতে হবে। যাতে গোটা বাংলার মানুষ তা জানতে পারেন।
চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান! দাবিতে অনড় তারা!
RELATED ARTICLES