আজ কলকাতা হাই কোর্টে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে কলতান দাশগুপ্তর মামলাটি ওঠে। শুনানির শুরুতে কলতানের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “চিকিৎসকদের আন্দোলনের মধ্যে শাসক দলের এক নেতা একটি অডিও রেকর্ডিং সামনে নিয়ে আসেন। পুলিশ FIR দায়ের করে। আন্দোলনে গণ্ডগোল পাকানোর পরিকল্পনা করছিল বলে অভিযোগ। পুলিশ স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে FIR করে। কার কাছ থেকে পেনড্রাইভ সংগ্রহ করা হয়েছে তার কোনও উল্লেখ নেই। কোনও নোটিস দেওয়া হয়নি।” আরো অনেক যুক্তি দেন বিকাশ বাবু।রাজ্যের আইনজীব জানান, ভাইরাল অডিও কাণ্ডে অপর ধৃত সঞ্জীব দাস জেরায় কলতান দাশগুপ্তর নাম বলেন। দুজনের কল রেকর্ড খতিয়ে দেখা হয়। দেখা যায় সঞ্জীবের ফোন থেকে কলতানের ফোনে ফোন গিয়েছে। সঞ্জীবের বয়ানের ভিত্তিতে কলতানকে গ্রেপ্তার করা হয়।সব শুনে অবিলম্বে রিপোর্ট তলব করেন বিচারপতি।আগামীকাল এবিষয়ে রিপোর্ট পেশ করবে রাজ্য। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা।