রাজ্যের একাধিক জেলা জল মগ্ন। ঘরছাড়া বহু মানুষ। বৃহস্পতিবার সকালে পাঁশকুড়ার একাধিক এলাকা ঘুরে দেখেন তিনি। মমতা বলেন, ‘ডিভিসি-র সঙ্গে আগামী দিনে সম্পর্ক রাখব কিনা, তা ভেবে দেখব! এ ভাবে মানুষকে ডোবালে ডিভিসির সঙ্গে সম্পর্ক রাখব না।’ বিষয়টি নিয়ে বড় আন্দোলনে নামতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি।পাশাপাশি বন্যা পরিস্থিতির জন্য সরাসরি ডিভিসি ও কেন্দ্রকে দায়ী করেন তিনি।হিসেবের থেকে বেশি জল ছাড়া এবং ঘাটাল মাস্টার প্ল্যান আটকে রাখার জন্যও তিনি কেন্দ্র কে দায়ী করেন।