Friday, October 18, 2024
Home দেশ তিরুপতির লাড্ডু নিয়ে অবাক করা তথ্য সামনে এলো

তিরুপতির লাড্ডু নিয়ে অবাক করা তথ্য সামনে এলো

বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য ভক্ত ছুটে আসেন এই তিরুপতির প্রসাদী লাড্ডু সংগ্রহ করতে। তিরুপতি বালাজির মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ লাড্ডু তৈরি করা হয়। এবার সেই তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে গোরু এবং শুয়োরের চর্বি থাকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে তরজা।ল্যাবরেটরির রিপোর্ট বলছে, তিরুপতির লাড্ডুতে ব্যবহার করা ঘিতে মাছের তেল, গোরু ও শুয়োরের চর্বি মিলেছে। গোরুর শরীর থেকে চর্বিযুক্ত টিস্যু অপসারণ করার পর তা পরিষ্কার এবং সেদ্ধ করে তা থেকে মূলত তেল বের করা হয়ে। কারা এবং কি উদ্যোশ্যে এই লাড্ডু এতো দিন ভগবানের মন্দিরে ব্যবহার করেছেন তা এখনো স্পষ্ট নয়। শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।প্রসঙ্গত উল্লেখ্য এই লাড্ডু রাম মন্দিরের উদ্বোধনেও পাঠানো হয়েছিলো। তাই এই বিষয় সামনে আসতে তীব্র নিন্দা করেছেন রাম মন্দিরের পুরোহিত। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments